কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরী নির্দেশনা প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে।
দেশের কোভিড পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ০৭.০২.২০২২ ইং তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণে কিছু নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা (ক) পরীক্ষা কেন্দ্রে ২ (দুই) জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।
নির্দেশনা (খ) সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।
নির্দেশনা (গ) পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
নির্দেশনা (ঘ) সকলকে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারী এখনও টিকা গ্রহণ করেনি অনতিবিলম্বে টিকা গ্রহনের জন্য বলা হয়েছে।
নির্দেশনা (ঙ) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরন করতে হবে।
Post a Comment